প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম | : | সিনিয়র স্টাফ নার্স |
আবেদন শেষ | : | ০৮/০৭/২১ ইং |
পদ সংখ্যা | : | উল্লেখ নেই |
যোগ্যতা | : | ডিপ্লোমা/ বি.এস.সি নার্সিং এবং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। |
অভিজ্ঞতা | : | লাগবেনা তবে অভিজ্ঞদের অগ্রাধিকার |
আবেদন ফি | : | লাগবেনা |
বেতন | : | আলোচনার মাধ্যমে |
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৮/০৭/২০২১ ইং তারিখের মধ্যে সদ্য তোলা ২ কপি ছবি, পূর্ণাংগ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিন্মেবর্ণিত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো ।
ব্যবস্থাপনা পরিচালক, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ, ই-১৯৭/৭, সাহেবপাড়া, সাইনবোর্ড মোড় (ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
E-Mail: [email protected]
