VARD নার্সিং সার্কুলার ২০২২


VARD সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ: VARD এর পূর্ণরূপ: Voluntary Association for Rural Development (পল্লী উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবী সমিতি) 

VARD একটি জাতীয় বেসরকারি সংস্থা (এনজিও), প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক এবং জাতিসংঘের সাবেক স্বেচ্ছাসেবক জনাব আমরানুল হক কামালের উদ্যোগে ২০ই জানুয়ারী, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। VARD  দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগে তার সমন্বিত উন্নয়ন কার্যক্রমের একটি বড় অংশ পরিচালনা করে। VARD ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে। VARD তার প্রকল্প কার্যক্রম প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য  সংশ্লিষ্ট  দাতা সংস্থা ও সরকারের সাথে যোগাযোগ বজায় রাখে। 

যোগাযোগের ঠিকানা (VARD):

প্রধান কার্যালয়, বাড়ি #৫৫৪ (৩য় তলা), রোড #০৯,
বাতিতুল আমান হাউজিং সোসাইটি, 
আদাবর, ঢাকা-১২০৭
টেলিফোন: 880-2-9133590, 912441
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: http://www.vardbd.org/

Powered by Blogger.