VARD নার্সিং সার্কুলার ২০২২
VARD একটি জাতীয় বেসরকারি সংস্থা (এনজিও), প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক এবং জাতিসংঘের সাবেক স্বেচ্ছাসেবক জনাব আমরানুল হক কামালের উদ্যোগে ২০ই জানুয়ারী, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। VARD দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগে তার সমন্বিত উন্নয়ন কার্যক্রমের একটি বড় অংশ পরিচালনা করে। VARD ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে। VARD তার প্রকল্প কার্যক্রম প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য সংশ্লিষ্ট দাতা সংস্থা ও সরকারের সাথে যোগাযোগ বজায় রাখে।
যোগাযোগের ঠিকানা (VARD):
প্রধান কার্যালয়, বাড়ি #৫৫৪ (৩য় তলা), রোড #০৯,
বাতিতুল আমান হাউজিং সোসাইটি,
বাতিতুল আমান হাউজিং সোসাইটি,
আদাবর, ঢাকা-১২০৭