উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি

উত্তরা ক্রিসেন্ট ক্লিনিক লিমিটেড ২৮ মার্চ ২০০২ সালে মডেল টাউন উত্তরায় প্রতিষ্ঠিত হয়। হাসপাতালটির বেশ পরিচিতি ও সুনাম রয়েছে। বিশ্বমানের চিকিৎসা সেবা দেয়ার অঙ্গিকার নিয়ে হাসপাতালটির পথ চলা শুরু হয়।
তবে হাসপাতালটির বিরুদ্ধে খুবই গুরুতর অভিযোগ উঠেছিল ২০১৯ সালে। পরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট দেয় উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, এই মর্মে রোগি / ভুক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের ল্যাবে অভিযান চালায়, রক্তের নমুনা পরীক্ষা করার জন্য মেডিসিন মেয়াদ উত্তীর্ন পায়। এছাড়া পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট তৈরি করার প্রমাণ পায় আদালত। যেখানে একটি নমুনা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা থাকলেও তা না করেই আগেই মনগড়া রিপোর্ট দেওয়া হয়। আদালত আরও জানায়, বিশেষজ্ঞ ডাক্তার নমুনা না দেখেই রিপোর্টে স্বাক্ষর করেন। কারণ স্বাক্ষর করতে তার বাসায় যাওয়া হয় তিনি হাসপাতালে বসেন না। আদালত এসব অনিয়ম পাওয়ার কারণে ক্রিসেন্ট হাসপাতালকে ১৫ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া অনুমোদনহীন ওষুধ বিক্রির জন্য ক্রিসেন্ট হাসপাতালের ফার্মেসিকে আরও ২ লাখ টাকা জরিমানা করে আদালত।
যোগাযোগের ঠিকানা:
মানবসম্পদ ও প্রশাসন বিভাগ,
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল লিঃ, বাড়ী নং- ৪০,
রবীন্দ্র স্মরনী, সেক্টর-০৭ ঢাকা - ১২৩০।
Phone: +88 Hot Line: 10665 / 09666710665
Email: [email protected]
Website www.uchbd.com