এসটিএস হাসপাতাল চরফ্যাসন এ নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম | : | সিনিয়র স্টাফ নার্স (মহিলা) |
আবেদন শেষ | : | ১২/০৬/২১ ইং |
পদ সংখ্যা | : | উল্লেখ নেই |
যোগ্যতা | : | ডিপ্লোমা নার্সিং |
অভিজ্ঞতা | : | লাগবেনা তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার |
আবেদন ফি | : | ২০০ টাকা (ব্যাংক ড্রাফ/ পে অর্ডার) |
বেতন | : | ১৬,০০০ থেকে ২০,০০০ টাকা |
আবেদন পক্রিয়া: সরাসরি অথবা ডাকযোগে সার্কুলারে দেয়া ঠিকানায় পাঠাতে হবে।
শর্তাবলি :
১) কেবলমাত্র যােগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। প্রার্থীদের কোন প্রকার টিএ ডিএ দেয়া হবে না।
২) আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবনবৃত্তান্ত ক) নাম খ) পিতা ও মাতার নাম গ) জন্ম তারিখ ঘ) বর্তমান ও স্থায়ী ঠিকানা ঙ) মােবাইল নাম্বার চ) শিক্ষাগত যােগ্যতা ছ) শিক্ষাগত যােগ্যতার সনদ, সকল অভিজ্ঞতার সনদ ও এনআইডির সত্যায়িত ফটোকপি, সদ্যতােলা পাসপাের্ট সাইজের ২কপি রঙীন ছবিসহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী ১২/০৬/২০২১ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযােগে পৌছাতে হবে।
৩) যােগাযােগের জন্য একাধিক মােবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
৪) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির যে কোন শর্ত শিথিল অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। ৫) আবেদনপত্রের সাথে ১ থেকে ৭নং পদের জন্য ২০০/- এবং ৮ থেকে ১৪নং পদের জন্য ১০০/- টাকার অফেরতযােগ্য ব্যাংক ড্রাফ/পে-অর্ডার/একাউন্ট পে চেক (STS Hospital, C/A-1211330004747, Social Islami Bank, Charfassion Branch, Bhola) এর নামে প্রদান করতে হবে।
আবেদনপত্র পৌছানাের ঠিকানা: ডেমরা আইডিয়াল কলেজ, স্টাফকোয়ার্টার, ডেমরা, ঢাকা-১৩৬০
