আল-রাজী ইসলামিয়া হাসপাতালে নার্স নিয়োগ

স্টাফ নার্স (পুরুষ / মহিলা)
আল-রাজী ইসলামিয়া হাসপাতাল (প্রাঃ) লিঃ

খালি পদ : নির্দিষ্ট নয় 
কর্মস্থল: বনশ্রী,রামপুরা, ঢাকা
আবেদনের শেষ তারিখ: ১৮ জুন ২০২১
 Hints: সার্কুলারটির বিষয়ে mynursing.club থেকে হাসপাতালের ম্যানাজারের সাথে মোবাইলে কথা বলে জানা যায়, বর্তমানে হাসপাতালটিতে নার্সগণ ১০ হাজার থেকে ১৬ হাজার পর্যন্ত বেতন পাচ্ছেন। অভিজ্ঞতা এবং অন্যান্য বিষয় বিবেচনায় সেলারি নির্ধারণ হয়।
জব কনটেক্সট
  • আল-রাজী ইসলামিয়া হাসপাতাল (প্রাঃ) লিঃ ঢাকার বনশ্রীতে প্রথম ঐতিহ্যবাহী আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে ICU, CCU, HDU, NICU, PICU, DIALYSIS, MORTUARYসহ পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার জনগণের মাঝে সাশ্রয়ীমূল্যে মান সম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। অত্র হাসপাতালে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক স্টাফ নার্স পুরুষ/মহিলা পদে লোক নিয়োগ দেয়া হবে।
  • কর্মস্থল: আল-রাজী ইসলামিয়া হাসপাতাল (প্রাঃ) লিঃ
  • বাড়ী # ০৯,ব্লক # জি, মেইন রোড,বনশ্রী,রামপুরা ঢাকা-১২১৯।
চাকরির দায়িত্বসমূহ
    ICU, NICU, OT
চাকরির ধরন

ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা
  • প্রার্থীদেরকে সরকার অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে স্টাফ নার্স ০৪ বছরের ডিপ্লোমা (Midwifery) কোর্স পাশ হতে হবে।
  • প্রার্থীদের Bangladesh Nursing Council থেকে হালনাগাদ রেজিষ্ট্রেশন থাকতে হবে ।
অভিজ্ঞতা
  • সর্বনিম্ন ১ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
  • সর্বনিম্ন ১বছর,অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • কোন স্বনামধন্য হাসপাতালে স্টাফ নার্স বিষয়ে নূন্যতম ০১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • Conducting NVD, RTI/STI & Infection Prevention [IP] এ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
  • প্রার্থীদেরকে রোগীদের প্রতি যত্নবান, সহমর্মিতা ও কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।
  • রোস্টার ডিউটি করার মানসিকতা থাকতে হবে।


আগ্রহী প্রার্থীদেরকে দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের কাগজপত্রসহ সরাসরি/ ইমেইল/ পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। আবেদনপত্র ও খামের উপর প্রার্থীত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
সরাসরি আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, আল-রাজী ইসলামিয়া হাসপাতাল (প্রাঃ) লিঃ,বাড়ী # ০৯, ব্লক # জি, বনশ্রী মেইন রোড, রামপুরা, ঢাকা - ১২১৯


আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন: [email protected] 
ইমেইলৈ আবেদন করলে অবশ্যই ইমেইলের Subject এর ঘরে পদের নাম উল্লেখ করবেন। এবং ইমেইল বডিতে Cover letter লিখবেন।
Powered by Blogger.