ইস্টার্ন মেডিকেল কলেজে নার্স নিয়োগ
পদের নাম | : | স্টাফ নার্স |
আবেদন শেষ | : | ২৫/০৬/২১ ইং |
পদ সংখ্যা | : | নির্দিষ্ট না। |
যোগ্যতা | : | ডিপ্লোমা/ বি.এস.সি নার্সিং এবং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। |
অভিজ্ঞতা | : | লাগবে না তবে অভিজ্ঞদের ক্ষেত্রে অগ্রাধিকার |
আবেদন ফি | : | লাগবেনা |
বেতন | : | আলোচনা সাপেক্ষে |
আবেদনের নিয়মাবলীঃ * আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতা, জাতীয়তা সনদ ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং ৩ কপি সাম্প্রতিককালের পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। * প্রার্থীদেরকে প্রতিষ্ঠানের নির্ধারিত স্কেল অনুযায়ী এবং অভিজ্ঞতার ভিত্তিতে সাক্ষাতকারের সময় বেতন ও অন্যান্য সুযােগ-সুবিধা নির্ধারণ করা হবে।
আবেদনের ঠিকানা: ইস্টার্ন মেডিকেল কলেজ, কাবিলা (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক), কুমিল্লা। মােবাইলঃ ০১৭৩০-০১৪৮০০

মূল সারকুলারটি প্রকাশিত হয় (০২/০৬/২১ ইং) "দৈনিক যুগান্তর" পত্রিকায়