বিআরবি হসপিটালস লিমিটেডে নার্স নিয়োগ
পদের নাম | : | স্টাফ নার্স/ ওটি নার্স |
আবেদন শেষ | : | ১৬/০৬/২১ ইং |
পদ সংখ্যা | : | নির্দিষ্ট না |
যোগ্যতা | : | ডিপ্লোমা/ বি.এস.সি নার্সিং এবং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। |
অভিজ্ঞতা | : | অভিজ্ঞদের জন্য অগ্রাধিকার |
আবেদন ফি | : | লাগবেনা |
বেতন | : | আলোচনার মাধ্যমে.. |
আবেদন পক্রিয়া: প্রত্যাশিত বেতন আবেদন পত্রে উল্লেখ করতে হবে। * নার্সদের ক্ষেত্রে BNC সাটিফিকেট অবশাই থাকতে হবে। * অভিজ্ঞ ও যােগ্যতা সমপন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য।
উপরোক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে জীবণ বৃত্তান্তসহ জাতীয় পরিচয় পত্রের কপি, সদ্য তোলা ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং যোগাযোগের মোবাইল নম্বরসহ খামের উপর পদের নাম উল্লখপূর্বক প্রধান, মানব সম্পদ বিভাগ, বি আর বি হসপিটালস লিঃ, ৭৭/এ,পূর্ব রাজাবাজার, পান্থপথ, ঢাকা ১২১৫, ইমেইল brbhospitalsgmail.com আগামী ১৬.০৬.২০২৯ ইং তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে আবেদন পত্র দাখিলের জন্য অনুরােধ করা যাচ্ছে।
