মুন হসপিটাল (প্রাঃ) ইউনিট-২ নিয়ােগ বিজ্ঞপ্তি
রামগতির প্রাণ কেন্দ্র আলেকজান্ডার পৌরসভার কলেজ রােডে অবস্থিত “মুন হসপিটাল (প্রাঃ) -ইউনিট ২” এ আকর্ষনীয় বেতনে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক জনবল নিয়ােগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ইং তারিখের মধ্যে “মুন হসপিটাল (প্রাঃ) ইউনিট ১, মাইজদী, নােয়াখালী” শাখার অফিস কক্ষে সিভিসহ যােগাযােগ করার জন্য অনুরােধ করা হইল।
মুন হসপিটাল (প্রাঃ) ইউনিট-২
কলেজ রােড, আলেকজান্ডার, রামগতি, লক্ষ্মীপুর।
মােবাইলঃ ০১৭১৬-৪০৫৫৩৮, ০১৭১১-৭১৩২৩৫
বিঃদঃ বৃহত্তম রামগতি ও কমলনগরের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধীকার ভিত্তিতে নিয়ােগ দেয়া হবে।
মােঃ শহিদুল ইসলাম (সায়েদ)
চেয়ারম্যান
মুন হাসপাতাল (প্রাঃ)- ইউনিট-২
আলেকজান্ডার, রামগতি, লক্ষ্মীপুর।